ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকোলিঃ), মাদারীপুর এর আওতাধীন গ্রাহকগণ যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে পারেন, সে লক্ষ্যে কোনো কারিগরী বা প্রাকৃতিক বিপর্যয় হলে তাৎক্ষনিকভাবে গ্রাহকগণকে অবহিত করা এবং গ্রাহক সেবা সহজতর করার জন্য মাদারীপুরস্থ বিদ্যুৎ ভবনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষ স্থাপিত আছে। যার তথ্যাদি নিম্নে উল্লেখ পূর্বক সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
১। ঠিকানা |
বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, মাদারীপুর ইটেরপুল, মাদারীপুর সদর |
২। টেলিফোন নং | 2478811222 |
৩। মোবাইল নাম্বার | 01750523239 |
৪। ফ্যাক্স নং: | ----- |
৫। ই-মেইল: | wz.madaripur@gmail.com
|
৬। বিদ্যুৎ বিভাগ কল সেন্টার | 16999 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস